ওয়েব ডেস্ক: ৪৯৮-ক ধারায় স্ত্রীর অভিযোগের জন্য স্বামীর সরকারি চাকরিতে যোগদান আটকানো যায় না, এই মত সংবিধান বিরোধী, বলে অভিমত রাজস্থান হাইকোর্টের (Rajasthan Highcourt)।
এমন অভিযোগে স্বামীর প্রাপ্য সরকারি চাকরি খারিজ করার নির্দেশ বাতিল করল রাজস্থান হাইকোর্ট (Rajasthan Highcourt)। সেই স্বামীকে বড়জোর বিচারাধীন অভিযুক্ত বলা যেতে পারে, কিন্তু কোনভাবেই তার সরকারি চাকরি খারিজ করা যায়না। আদালতের মত কোন বিবাহিত সম্পর্ক ভেঙে যাওয়ার অর্থ এই নয়, তার জন্য একা স্বামী দায়ী নয়। শুধুমাত্র তাই নয়, বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রীর পক্ষ থেকে যেই ফৌজদারি অভিযোগ আনা হয়েছে তা এখনও প্রমাণিত নয়। অভিমত রাজস্থান হাইকোর্টের বিচারপতি অরুণ মঙ্গা’র।
আরও পড়ুন: রাত দখলে অনুমতি দেয়নি লালবাজার, হাইকোর্টের দ্বারস্থ ঐক্যমঞ্চ
উল্লেখ্য, ২০১৩ সালে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের নিয়োগ প্রক্রিয়ায় স্বামী অংশ নেন। ২০২২ সালে তার ভিত্তিতে প্রভিশনাল তালিকা বের করা হয়। যেখানে ওই ব্যক্তির নাম ছিল। সেই কারণে ২০১৯ সালের ৪ ডিসেম্বর তার প্রার্থী পদ খারিজ হয়। আর এই মামলায় এবার রাজস্থান হাইকোর্ট অভিমত দিল এই রায় একেবারে সম্মত নয়।
দেখুন অন্য খবর